খুলনা বিভাগ

যশোর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তাজিয়া মিছিল

| July 17, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। আশুরা স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা তাজিয়া বা শোক মিছিল করেছেন। আরবি মাসের এইদিনে মহান আল্লাহতালা প্রেরিত নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সঃ) এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (আঃ) কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন। কিছু বিপথগামী তাকে মর্মান্তিকভাবে হত্যা করে। এইদিনটিকে মুসলিম জাহানে শোক দিবস হিসেবে পালন করা হয়।

বুধবার (১৭ জুলাই) আশুরার শোক দিবসে যশোর ঈদগাহ ময়দান থেকে তাজিয়া বা শোক মিছিল বের হয়।

মুড়লি ইমামবাড়ি যেয়ে মিছিলটি শেষ হয়।

ইমামবাড়ি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ফিরোজ খান জানান, শোক মিছিলের নেতৃত্ব দেন ইরান থেকে
আগত হুজাতুল ইসলাম আল মুসলিমিন মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ইমামবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রতীক হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপদেষ্টা আতাহার হুসাইন, সদস্য লিটন, হাসান আলী, ইয়ানুর হোসেন প্রমুখ। মূলত কারবালা প্রান্তরে ইমাম হুসাইনের মর্মান্তির হত্যার কারণে পদযাত্রা হয়। যশোর জেলার সাথে এতে অংশ নেন খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। উপস্থিত সবাই সম্মিলিত কণ্ঠে ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া
হুসাইন বলে হযরত ইমাম হুসাইন (আঃ) কে স্মরণ করেন।

স্বাআলো/এস/বি

Debu Mallick