খেলাধুলা

ক্রিকেটকে বিদায় জানালেন তামিম?

| October 23, 2023

বিশ্বকাপ দলে থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল। তার না থাকা নিয়ে এখনো শেষ হয়নি সমালোচনা। এরইমাঝে তামিম ইকবালকে নিয়ে শুরু হচ্ছে আরেক গুঞ্জন।

সপ্তাহখানেক আগেই মাঠে গড়িয়েছে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ আসর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নিজ বিভাগ চট্টগ্রাম দলে খেলছেন না তামিম ইকবাল।

এনসিএল না খেললেও অবশ্য তামিম এখনো বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়। সবশেষ গেলো মাসে জাতীয় দলের হয়ে খেলেছেন এই ওপেনার। এরপর থেকেই খেলার বাইরে থাকা তামিম এনসিএলে না খেলে জন্ম দিয়েছেন নতুন প্রশ্নের। তাহলে কি অবসর ভেঙে ফিরে এসে দুই ম্যাচ খেলে আবারো নীরবেই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম?

চুক্তিতে থাকা ক্রিকেটারদের এনসিএলে খেলার কোনো বাধ্যবাধকতা আছে কি না এই নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস এক গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে বাধ্যবাধ্যকতা আছে, আবার নেইও। খেলোয়াড়দের অ্যাভেইলেবল থাকলে খেলতে হবে, তবে খেলতেই হবে বা না খেললে শাস্তি হবে এমন কিছু নেই। যেমন তাসকিনকে যদি আমরা বিশ্বকাপ থেকে আসার পর এনসিএলের শেষ রাউন্ডটা খেলতে বলি তাহলে সে খেলতে বাধ্য, তবে মেডিকেল কন্ডিশন এবং ওয়ার্কলোড সবকিছু বিবেচনায় আমরা হয়তো তাকে খেলতে বলব না। ব্যাপারটা এরকম, তবে চুক্তিবদ্ধ ক্রিকেটার অ্যাভেইলেবল থাকলে তার খেলার কথা।

তামিম ইকবালের মূল সমস্যা তার কোমরের চোট। বেশ অনেকদিন ধরেই এই চোটে ভুগছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিশ্বকাপেও পূর্ণ ফিট ছিলেন না। তবে এখন তামিম ঠিক কেমন আছেন, তা নিয়েও আলোচনা নেই।

তামিমের কোমরের চোট, ব্যথা নিয়ে জানতে চাইলে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, সে (তামিম) তো লন্ডনে ছিলো, সপ্তাহখানেক হয় ফিরেছে। ফেরার পর কথা হয়েছে। সে বললো আমাকে কয়েকটা দিন সময় দেন, এরপর ফিরে বিপিএলের জন্য প্রস্তুত হবো।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply