খুলনা বিভাগ

টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মণিরামপুরে মহাসড়ক অবরোধ

| March 3, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে টিসিবি স্মার্ট কার্ড বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছে বঞ্চিত সুবিধাভোগীরা।

সোমবার (৩ মার্চ) মণিরামপুর পৌরসভার সামনে রাজারহাট-চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ অবরোধের ফলে দূরপাল্লার যানবাহনসহ অ্যাম্বুলেন্স আটকে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মণিরামপুর পৌরসভায় বর্তমানে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর না থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে। এজন্য টিসিবি, ভিজিএফ ও ওএমএস-এর মতো বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচির বাস্তবায়নে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সংশ্লিষ্টদের।

জানা গেছে, আগে পৌরসভায় টিসিবির দুই হাজার ৭১২টি কার্ড ছিলো, তবে এবার তা কমে দুই হাজার ২৯৬টিতে নেমে এসেছে। এ ছাড়া প্রযুক্তিগত জটিলতা, বিশেষ করে কার্ড ইস্যু করার জন্য প্রয়োজনীয় গোপন পাসওয়ার্ড সংরক্ষিত থাকায় সুবিধাভোগীরা তাদের কার্ড হাতে পাচ্ছেন না। পৌরসভার সাবেক মেয়রের সময় নির্ষ্টি সুবিধাভোগীদের জন্য এক হাজার ২৮৬টি স্মার্ট কার্ড বরাদ্দ ছিলো, যা বর্তমানে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি সমাধানের জন্য পাসওয়ার্ড পরিবর্তনের আবেদন করা হয়েছে বলে জানান পৌরসভার ভারপ্রাপ্ত সচিব শাহিনুর ইসলাম।

টিসিবির কার্ড কম আসার ফলে আগের সুবিধাভোগীরে অনেকে এবার বা পড়েছেন, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। এক পক্ষ সুবিধা পেলে অপর পক্ষ বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তাদের চাপে পড়তে হচ্ছে।

মণিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুম বলেন, পূর্বে ৯টি ওয়ার্ডে ুই হাজার ৭১২টি কার্ড বরাদ্দ ছিল। এবার ৪১২টি কার্ড কম এসেছে, তাই আগের অনেক সুবিধাভোগী বা পড়তে পারেন। তবে কেউ এটি মেনে নিতে চাইছেন না।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, টিসিবি কার্ড বিতরণে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তা সমাধানে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করা যায়, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।

কার্ড কম আসার ফলে ক্ষুব্ধ সুবিধাভোগীরা মহাসড়ক অবরোধ করলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তবে প্রযুক্তিগত জটিলতা ও কার্ড বরাদ্দসংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকায় ক্ষোভ এখনো রয়ে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, শিগগিরই কার্ড বিতরণ সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং প্রকৃত সুবিধাভোগীদের হাতে কার্ড পৌঁছে দেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo