আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাটে অবৈধ অস্ত্র ও গুলিসহ ইমরান শেখ (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
ইমরান শেখ উপজেলার খাজুরা নিকারী পাড়া এলাকার মৃত হযরত আলী শেখের ছেলে।
পুলিশ ইমরানের বসতঘর হতে একটি লোহার তৈরি পিস্তল, ৫ রাউন্ড বন্দুকের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি লক কাটার, যাহার বাটের অংশে হালকা কাঠ আছে, একটি বার্মিজ চাকু, একটি কাঠের বাট সংযুক্ত চাকু, একটি কাটিং প্লাস ও একটি সাধারণ প্লাস উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লকপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকা থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে বসতঘর তল্লাশি চালিয়ে উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইমরানকে আটক ও তার নিকট থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্বাআলো/এস