যশোর

যশোরে অস্ত্র, গুলি ও হ্যান্ডকাপসহ সন্ত্রাসী আটক

| October 8, 2023

যশোরের শার্শা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একজোড়া হ্যান্ডকাপসহ মনিরুল ইসলাম (৩৬) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে শার্শা উপজেলার মালকার বিল চৌরাস্তা থেকে তাকে আটক করা হয় ।

আটক মনিরুল ইসলাম সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর গ্রামের আফতাব সর্দারের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র-গুলি ও একজোড়া হ্যান্ডকাপসহ মনিরুল নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply