প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যশোরের শার্শা উপজেলার হাজার হাজার সুবিধাভোগী।
বুধবার (৮ নভেম্বর) বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক সুবিধাভোগী এসে কানায় কানায় ভরে যায় গোটা স্টেডিয়াম মাঠ ও আশপাশ এলাকা। অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য (এমপি) শেখ আফিল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র নাসির উদ্দিন, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান প্রমুখ।
অনুষ্ঠানে সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার (প্রধানমন্ত্রী) সুযোগ্য নেতৃত্বে আমাদের জীবনমান উন্নত হয়েছে। তিনি আমাদের আর্থিক সহায়তা দিয়ে আমাদের জীবনকে সহজ করে দিয়েছেন।
স্বাআলো/এসএ