যশোরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় বাবাকে খুঁজে পেলেন সেনাবাহিনীর সদস্য মাসুদ রানা। বুধবার (৪ অক্টোবর) যশোর শহরের ধর্মতলা মোড় থেকে বৃদ্ধকে পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়।
বৃদ্ধের নাম রমজান শেখ। তিনি মাগুরা জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআইয়ের এসআই গোলাম আলী।
বুধবার দুপুরে পিবিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যশোরের ধর্মতলা মোড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ ঘুরাঘুরি করতে দেখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র আকিব হাসান বৃদ্ধকে পিবিআই কার্যালয়ে নিয়ে আসে। পিবিআইয়ের এসআই গোলাম আলী তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত করেন। পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়- যশোর সেনানিবাসে কর্মরত বৃদ্ধের ছেলে মাসুদ রানার বাসায় বেড়াতে যান। পরে সেনাবাহিনী ছেলের সাথে যোগাযোগ করা হলে পরিবারসহ পিবিআই কার্য়ালয়ে আসেন। পিবিআই পুলিশ সুপারের নির্দেশে বৃদ্ধকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বৃদ্ধের ছেলে সেনাবাহিনীর সদস্য মাসুদ রানা বাবাকে পেয়ে পিবিআই যশোরকে ধন্যবাদ জানিয়েছেন।
স্বাআলো/এস