নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী নামানো হবে। নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিয়েছে কিংবা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী তৎপর আছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসনের নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
ইসি আলমগীর বলেন, আমাদের ওপর বিদেশি কোনো চাপ নেই। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আমরা কী কী ব্যবস্থা নিয়েছি সে বিষয়ে জানতে চেয়েছে তারা।
তিনি বলেন, সংলাপের জন্য বারবার বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহবান জানানো হয়েছে, কিন্তু তারা কখনো সাড়া দেয়নি। নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের প্রেক্ষিতে প্রশাসনে বদল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়।
ইসি আলমগীর আরো বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা রাখতে হবে এবং ভোটারদের কেন্দ্রে আনার ব্যবস্থা তাদেরকেই করতে হবে।
স্বাআলো/এস