ঢাকা

নিজ বাড়ি থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

| May 8, 2024

ঢাকা অফিস: ঢাকার দোহারে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর এলাকা নিজে বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের স্ত্রী কাজল (২৯) ও তার দেড় বছরের মেয়ে তাবাসুম।

নিহতের শাশুড়ি আসমা আক্তার জানায়, বুধবার বিকেলে কাজলের ঘরের দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকি করলেও তিনি সাড়া না দেয়ায় প্রতিবেশীদের ডেকে আনি। পরে সবার সহযোগিতায় দরজা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত কাজলের এবং খাট থেকে তার মেয়ের নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন দোহার থানা পুলিশ।

কাজলের শাশুড়ি আরো বলেন, আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিলো না তবে সকালে কাজলের মন খারাপ ছিলো। কি কারণে, কেনো ওরা আত্মহত্যা করেছে বলতে পারি না।

এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) আশরাফুল আলম বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা মাথায় নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

স্বাআলো/এস

Debu Mallick