জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ: জেলার সদরের নাহাপাড়া এলাকায় বসতঘরের পেছন থেকে ঝর্ণা বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঝর্ণা বেগমের স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তার স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে এবং এটি হত্যাকাণ্ড কিনা তা জানা যায়নি।
নদীতে ট্রলারডুবি: আরো তিনজনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এস