আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলার গাংনী চরকান্দি গ্রামের একটি মাছের ঘের থেকে শনিবার (৬ এপ্রিল) অজ্ঞাত (৪৫) একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গাংনী ইউনিযনের চরকান্দি গ্রামের জনৈক আনিসুরের মাছের ঘেরের মধ্যে শনিবার ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন আনিসুরের স্ত্রী ও ছেলে। বিষয়টি আনিস কে জানালে আনিস সাথে সাথে স্থানীয় ইউপি মেম্বর কে বলেন। ইউপি মেম্বর মোল্লাহাচ থানা পুলিশ কে জানালে পুলিশ এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। মোল্লাহাট থানার ওসি আশরাফুল আলম জানান, চরকান্দি গ্রামের জনৈক আনিসের মাছের ঘের থেকে মধ্যম বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়ভাবে ওই নারীকে কেহ সনাক্ত করতে পারে নাই । তবে কিভাবে এই মাছের ঘেরে এসেছে বা কিভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়না তদন্তের পর মৃত্যু কিভাবে হয়েছে জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা
রেকর্ড করা হয়েছে।
ঘটিকায় মোল্লাহাট থানাধীন গাংনী ৩ নং ইউনিয়নের চরকান্দি গ্রামস্থ আমিনুর শেখের লিসকৃত ঘেরে তার স্ত্রী-সুন্দরী বেগম (৩৩),ছেলে হোসাইন সেখ (১৬), পিতা আমিনুর শেখ, সাং চর কান্দি, থানা মোল্লাহাট জেলা বাগেরহাট এর ঘেরে প্রতিদিনের নেয় সবজি খেতে পানি দেয়ার জন্য আসলে। হোসাইন সেখ তার মা সুন্দরী বেগম একজন অজ্ঞাতনামা মহিলা লাশ ঘেরের ভিতর ভেসে থাকতে দেখে পিতা আমিনুর শেখকে সংবাদ দেয়। আমিনুর শেখ তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য জুয়েল শেখকে জানায়। ইউপি সদস্য মোল্লাহাট থানা পুলিশকে সংবাদ দিলে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উত্তোলন করে।
স্বাআলো/এস