জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কোটচাঁদপুর ট্রেন লাইনের উপর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে দুই কিলোমিটার দূরত্বে বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার পিলারের কাছে অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন জানান, ভোর রাতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। জিআরপি পুলিশ এসে তার লাশ উদ্ধার করেছে।
স্বাআলো/এস