জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলায় ময়লার ভাগাড় থেকে রেখা (১৮) নামের এক কলেজছাত্রীর কম্বল মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) হাউজিং এলাকার ময়লার ভাগাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রেখা কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখই গ্রামের বাসিন্দা ও কুমারখালী মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পরিবারের অভিযোগ, বিয়ের মাত্র ১৯ দিন পর উত্যক্তকারীরা রেখাকে শ্বাসরোধে হত্যা করেছে।
পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে গেছে খুনিরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের সুরতহাল প্রস্তুতকারী কুষ্টিয়া মডেল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, বুধবার রাতে হাউজিং এলাকায় কম্বল মোড়ানো এক নারীর মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। তবে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাক তাদের গ্রেফতার করা হবে।
স্বাআলো/এস