জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: জেলার সরাইলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শওকত মিয়া (১১) নামের এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) উপজেলার পানিশ্বর ইউনিয়নের দেওবাড়িয়ায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শওকত মিয়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে। সে পানিশ্বর দেওবাড়িয়া গাউছিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিলো।
ভৈরব নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (২৬ মার্চ) গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভৈরব নৌপুলিশ উদ্ধার অভিযান চালায়। বুধবার শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্বাআলো/এস