জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় চিত্রা নদীতে নিখোঁজ আসমাউল মীর (১৫) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ জুন) সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।
মঙ্গলবার চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলো আসমাউল মীর (১৫) নামে ওই কিশোর। সে নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে।
নড়াইলে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের চিত্রা নদীতে গোসল করতে যায় আসমাউল। এ সময় তার সঙ্গে আরো দুই বন্ধু ছিলো। তারা তিনজন গোসলের একপর্যায়ে ডুব দিয়ে আর ওঠেনি আসমাউল। তখন সঙ্গে থাকা বাকি দুই বন্ধু খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয়দের ডেকে আনেন। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। রাত ৮টা পর্যন্ত তারা নিখোঁজের কোনো সন্ধান পায়নি।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবর পাওয়ার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে অভিযান পরিচালনা করেও নিখোঁজকে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নিখোঁজের লাশ ভেসে ওঠে।
স্বাআলো/এস
