আজাদুল হক, বাগেরহাট: জেলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধরিয়া খাল থেকে আবারো একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
সুন্দরবনের জোংড়া টহলফাড়ির সদস্যরা মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রথমে বাঘটি ভাসমান অবস্থা দেখতে পেয়ে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তাদের খবর দেয়।
বাগেরহাটে রাজমিস্ত্রীর আত্মহত্যা
খবর পেয়ে চাঁদপাই রেঞ্জের কর্মকর্তাদরা ও জোংড়া টহলফাড়ির সদস্যরা বাঘটিকে উদ্ধার করে সুন্দরবনের মোংলা করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যায়।
করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, উদ্ধার করা বাঘটি প্রায় সপ্তাহ খানেক আগে মারা গেছে। ইতোমধ্যে বাঘটির শরীরে পচন ধরেছে, এ কারণে বাঘটি পুরুষ না নারী সেটা শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে আমরা ধারণা করছি বাঘটি পুরুষ। আর এ বাঘটির, ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে, কি কারনে বনের এ বাঘটি মারা গেছে।
স্বাআলো/এস