লিটন ঘোষ জয়, মাগুরা: জেলার মহম্মদপুর উপজেলার মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) বোরহান-উল-ইসলাম বলেন, মহম্মদপুর থানা এলাকায় মধুমতি নদীতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের কোমরের নিচ থেকে শরীরের অর্ধেক গলে গেছে। থানা পুলিশর পক্ষ থেকে মধুমতি নদী সংযুক্ত জেলা ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইলে এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
স্বাআলো/এস