আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গ্রাম থেকে আলম ফরাজি (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের আব্দুর রব ফারাজির ছেলে।
সোমবার (১৩ মে) বেলা ২টার দিকে আলম ফরাজির লাশ পুলিশ হেফাজতে নেয়।
আলম ফরাজিকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে এমন সন্দেহে পুলিশ তার মা রহিমা বেগম (৬৫), ভাই বাদশা ফরাজি (৪৫) ও বোন রেক্সনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। আলম ফরাজির স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
নড়াইলে নদী থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার
মা রহিমা বেগম বলেন, তার ছেলে আলম ফরাজি দীর্ঘদিন ধরে মস্তিস্ক বিকৃতিজনিত রোগে ভূগছিলো। পরিবারের সদস্যরা তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতো। রবিবার দিবাগত রাত ১টার দিকে আলমকে ঘরের পিছনে একটি গাছের সাথে পায়ে শিকল বেঁধে রাখা হয়েছিলো। সোমবার বেলা ১১টার দিকে দেখি সে গাছের গোড়ায় বসে আছে। পরে দেখি সে মৃত। তার গলায় একটি দড়ি পেচানো ছিলো।
এ মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার খবর পেয়ে মোড়েলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, আলম ফরাজির মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এখন কেউ অভিযোগ দায়ের করেনি। জিজ্ঞাসাবাদের জন্য তার মা, ভাই ও বোনকে থানায় নেয়া হয়েছে। আর কিভাবে আলমের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে লাশের ময়নাতদন্ত করানো হবে।
স্বাআলো/এস