সিলেট ব্যুরো: সিলেটের কোম্পানীগঞ্জে নুরুজ্জামান (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ জুন) উপজেলার নারায়ণপুর সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুরুজ্জামান চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় স্থানীয় কয়েকজন বাসিন্দা নারায়ণপুর সীমান্তের কাছে মাছ ধরতে যান। সেখানে গিয়ে তারা নদীতে একটি ভাসমান লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৪৫নং পিলারের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবককে রাতে কে বা কারা হত্যা করেছে। তার শরীরের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস