আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় মুখে কসটেপ প্যাঁচানো অবস্থায় হাসান শেখ (২০) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বারুইখালী ইউনিয়নের তাফালবাড়ি এলাকার তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে জনৈক কবির ও মামুন মোল্লার মাছের ঘেরে একটি লাশ ভাসতে দেখে তারা মোড়েলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ লাশের পরিচয় শনাক্ত করেছে। নিহত হাসান শেখ মোংলা উপজেলার উত্তরমাল গাজী গ্রামের রাসেল শেখের ছেলে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার
নিহত যুবকের মামা সাইদুল খান জানান, হাসান গত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে তার নতুন ইজিবাইক নিয়ে দূরে ভাড়ায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিন দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় হাসানের চাচা রবিউল শেখ মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার সকালে লোকমুখে খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে হাসানের লাশ শনাক্ত করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, হাসানের নতুন ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্যই দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখে গেছে।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব আল হাসান বলেন, নিহত হাসান শেখ একজন পেশাদার ইজিবাইক চালক ছিলেন। তার মুখমন্ডল কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় মাছের ঘের থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ইজিবাইক ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। আমরা ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছি।
স্বাআলো/এস