Uncategorized

মেহেরপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

| October 30, 2023

মেহেরপুরে নিখোঁজের চার দিন পর বিজন (২৬) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের একটি বাঁশবাগানে গর্তের মধ্যে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজন মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

একদিনে ২ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় বিজন। সন্ধ্যা পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও রাত থেকেই তার হদিস মিলছিলো না। পরিবারের লোকজন তার কোনো সন্ধান পাচ্ছিলো না। সন্ধান চেয়ে ২৭ অক্টোবর তার চাচা ইউনুস আলী মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, বিজনকে হত্যা করে গুম করা হয়েছিলো বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply