খুলনা বিভাগ

যশোরে ভ্যান চালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | August 12, 2025

যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার শংকরপাশা ফারাজিপাড়া বিলের পাশের রাস্তা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিমন নওয়াপাড়া পৌরসভার ৫নং বুইকরা ওয়ার্ডের জগবাবুর মোড় এলাকার কাসেম শেখের ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, লিমন শেখ গত ৪-৫ বছর ধরে নওয়াপাড়ার জিল্লুর রহমানের দোকানে ভ্যানচালক হিসেবে বস্তা পরিবহনের কাজ করতেন। প্রতিদিনের মতো তিনি ভ্যান নিয়ে কাজে বের হয়েছিলেন।

পরিবারের সদস্যরা খবর পান, শংকরপাশা ফারাজিপাড়া বিলে তার মরদেহ পড়ে আছে। পরিবারের এক সদস্য বলেন, “সকালে আমরা জানতে পারি, আমার ভাইকে কে বা কারা মেরে বিলের ধারে ফেলে রেখে গেছে।”

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, “সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহত লিমন শেখ দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত ভ্যান চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo