মেয়েসহ বাবার গলাকাটা লাশ উদ্ধার

বরিশাল নগরীর কাউনিয়া এলাকার একটি বাড়ি থেকে এক শিশু ও তার বাবার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, নাঈম হাওলাদার ও তার সাড়ে পাঁচ বছরের মেয়ে রাবেয়া বসরী রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকার স্বপ্ন বিলাশ বাড়ির ৪র্থ তলায় ভাড়া থাকতেন।

নিহত নাঈম বরিশাল উজিরপুরের বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে এবং তিনি অপসোনিন কোম্পানির গাড়ির চালক ছিলেন।

জানা গেছে, পারিবারিক কলহের জেরে সন্তানকে হত্যার পরে আত্মহত্যা করছেন বাবা। তবে পুরো বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। বেশকিছু দিন আগে নাইমের সঙ্গে তার স্ত্রী কন্যার বিবাহ বিচ্ছেদ হয়; এরপর থেকেই নাইম মানসিকভাবে ভেঙে পড়েন। এ ছাড়া তাদের শিশু কন্যাকে নিয়ে প্রায়ই দুইজনের মধ্যে মোবাইলফোনে কলহ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে, বুধবার নাঈম তার শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেন। পরে নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী বলেন, আমরা বাবা ও মেয়ের লাশ পেয়েছি। দুইজনেরই গলাকাটা অবস্থায় ছিলো। এখন কী ঘটনা, তা আমরা তদন্ত করে দেখছি। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বলা যাবে। ঘটনাস্থলে পুুলিশ ও সিআইডি কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...