জেলা প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরের খানসামায় পা পিছলে বেলান নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।
রবিবার (১৪ জুলাই) দুপুরে নদীর উপজেলার দক্ষিণ আগ্রা অংশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন, জয়ন্ত রায় (২৫) ও বঙ্কেশ্বর চন্দ্র রায় বঙ্ক (৩৫)। জয়ন্ত রায় উপজেলার দক্ষিণ আগ্রা গ্রামের জীতেন্দ্র নাথ রায়ের ছেলে ও একই গ্রামের তরুণী রায়ের ছেলে।
ভুট্টাখেত থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
জানা যায়, শনিবার (১৩ জুলাই) কয়েকজন দিনমজুর কাজে যায়। ফেরার পথে দুইজনে রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। পরে খানসামা ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস