চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর প্রতিবেশির বাড়ির প্রাচীরের মধ্যের ময়লা পানির ডোবা থেকে রাবিয়া খাতুন (৪৬) নামে এক নারীর লাশ উদ্ধার হয়েছে।
এসময় ডোবার কিনারায় একটি লোহার দা ছিলো। যা দিয়ে নিহতের কপালে আঘাত করা হয়েছে বলে অভিযোগ।
নিহত রাবিয়া খাতুন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ও তিন সন্তানের জননী। তিনি রবিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিহতের বাড়ির ১০০ ফুট পূর্ব দিকের জাহিদ ও তাজউদ্দীনের বাড়ির মধ্যে থাকা টিউবওয়েলের ময়লা পানি জমে থাকা ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি সুরাহতল করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের ছেলে আল আমিন (২৫) ও মেয়ে তানজিলা খাতুন (১৭) বলেন, তাদের মা গত রবিবার সন্ধ্যার পরে প্রতিবেশি সাইদুলের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুজির একপর্যায়ে সোমবার প্রতিবেশি জাহিদ ও তাজউদ্দিনের বাড়ির গেইটের সামনে (প্রাচীর দেয়া হলেও গেইটের জন্য খোলা জায়গা রাখা) থেকে মায়ের জুতা ও হাতে থাকা টর্চ লাইট পাওয়া যায়। তখন জাহিদের বাড়ির লোকজন বলে রবিবার সন্ধ্যায় তোমার মাকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে কোথাও চলে যেতে দেখেছি। এরপর আমরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকি।
নিহতের মেয়ে তানজিলা আরো বলেন, মঙ্গলবার ভাই (আল-আমিন) যায় কবিরাজ বাড়ি আর আমার (তানজিলা) সন্দেহ হয় ওদের বাড়ির সামনে জুতা-লাইট পাওয়া গেছে ওদের বাড়িতে মা’কে আটকে রাখেনি তো! তারপর তাদের বাড়ির উঠানে গেলে ডোবা’র পাড়ে লোহার দা দেখতে পেয়ে আরো কাছে যেয়ে দেখি পানির মধ্যে কিছু একটা রয়েছে। তখন প্রতিবেশিদের নিয়ে মার লাশ উদ্ধার করি। নিহতের ছেলে ও মেয়ে উভয়েই জানান, যে বাড়ি থেকে লাশ উদ্ধার হয়েছে ওই বাড়ির তাজুল ইসলামের ছেলে তামিম তার মাকে মেরে ফেলেছে। বছরখানেক আগে তুচ্ছ ঘটনা নিয়ে তামিম ও তার বাবা তাজুল প্রায়ই তার মাকে খুন করার হুমকি দিয়ে আসছিলো।
নিহতের স্বামী রবিউল ইসলাম, তার ছেলে-মেয়ে এবং স্থানীয়রা জানিয়েছেন, যেদিন থেকে রাবিয়াকে পাওয়া যাচ্ছিল না সেদিন থেকেই তামিমও বাড়ি থেকে পালিয়ে গেছে। অন্যদিকে তামিমের বাবা তাজুলকে তামিম মারপিট করায় সে ছোট ছেলে নিয়ে একমাস ধরে বাড়ি ছাড়া। আর তামিমের মা’ দুই-তিন বছর আগে মারা গেছে। তারা জানান তামিম বখে যাওয়া ছেলে। সবসময় সাথে চাকু নিয়ে বেড়ায়। নিজের চাচা, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইসহ বিভিন্ন জনকে এরআগে মারপিট করেছে।
চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন বলেন, সুরাহতলের সময় দেখা গেছে নিহতের কপালে ভারী কিছুর আঘাত রয়েছে। ময়নাতদন্তের পর সঠিক বলা যাবে কি কারনে তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল জুয়েল ইমরান বলেন, এ বিষয়ে হত্যা মামলা হবে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।
স্বাআলো/এস