খুলনা বিভাগ

ঝিনাইদহে রাস্তা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

| January 13, 2025

ঝিনাইদহের মহেশপুরে খাদিজা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর তিন রাস্তার মোড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা চাঁদরতনপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী।

জানা গেছে, পাশ্ববর্তী কোলা গ্রামে ইসলামিক মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি খাদিজা খাতুন। রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা বৃদ্ধা খাদিজা খাতুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছিলো। নিহত খাদিজা খাতুন একজন মানুষিক প্রতিবন্ধী সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার দাবি করে। নিহতের পরিবার লাশ ফেরত পাওয়ার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick