বাগেরহাটের মোড়েলগঞ্জে ঊর্মি আক্তার (৩০) নামে এক গৃহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) পুলিশ পৌরসভার বয়রাতলা এলাকা থেকে লাশ উদ্ধার করে।
ঊর্মি আক্তার ওই এলাকার শিব্বির তালুকদারের স্ত্রী। তার চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঊর্মি আক্তার ঘর থেকে নিখোঁজ হন। বুধবার ভোর ৬টার দিকে ঘরের সামনে বরই গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার লাশ। ঊর্মিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ তুলেছেন তার বাবা সালেছ শাহ ও মা ফরিদা বেগম।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঊর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঊর্মির স্বামী শিব্বির ও দেবর শাহিনকে থানায় নেয়া হয়েছে।
স্বাআলো/এস