যশোরে আল-অমিন মোল্লা নামে এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুৃলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আল-আমিন প্রেমবাগ গ্রামের আমজেদ মোল্লার ছেলে।
নিহতের বাবা আমজেদ মোল্লা বলেন, আমার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে তার এই সমস্যার কারণে ঠিকমতো খাওয়া-দাওয়া করতো না। বাড়িতে কাউকে কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে যেতো আবার ৭-৮ দিন পরে বাড়িতে ফিরে আসতো। রাতে তার মার সাথে খাওয়া-দাওয়া করে যার যার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘরের জানালার কাপড় সরিয়ে দেখি ঘরের ডাবার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহ নিচে নামানো হয়। মরদেহ নামিয়ে অভয়নগর থানা পুলিশকে খবর দেয়া হয়।
প্রেমবাগ ইউনিয়নের ৫ নম্বর ইউপি সদস্য মিন্টু মোল্লা বলেন, আল-আমিন মোল্লা আমার আপন চাচাতো ভাই। তার মানসিক সমস্যা ছিলো। এই সমস্যার কারণে বাড়ি থেকে সে এদিক ওদিক চলে যাতো। ঘরের ডাবার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস