পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন সমুদ্র পাড় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
তবে মরদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। ২৫-৩০ বছর বয়স হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, লাশটি সকালের জোয়ারে গভীর সমুদ্র থেকে তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের উপরিভাগে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
এবিষয় কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এস