খুলনায় মৎস্য ঘের থেকে আবুল কালাম শেখ (৫৫) নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) বিকালে আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাস সড়ক থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আবুল কালাম শেখ তেলিগাতী মধ্যপাড়া এলাকার গহর আলীর ছেলে।
ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলো ছেলে
নিহতের ভাই শেখ মফিজুল জানান, রবিবার সকাল ১০টায় কালাম শেখ বাড়ি থেকে বের হয়। বাড়ি ফিরে না যাওয়ায় খোঁজাখুঁজি করে মৎস্য ঘেরে তাকে পাওয়া যায়। তার শরীরে একাধিক কোপ ও গলাকাটা ছিলো।
তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
আড়ংঘাটা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর হায়দার বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস