বাগেরহাটের মোংলা পৌর শহর থেকে ফাতেমা আক্তার ময়না (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) মোংলা পৌর শহর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ফাতেমা আক্তার ময়না মোংলা পৌর শহরের বাসিন্দা।
ফাতেমার চাচাতো ভাই সোহাগ জানান, দুপুরে ফাতেমার স্বামী জাকির তার শ্বাশুড়িকে ফোন দিয়ে বাসায় আসতে বলে এ সময় তিনি বাসায় আসলে ঘরের বাহির থেকে তালা মারা দেখতে পান, কিছুক্ষণ পর জাকির এসে জানায় বাহির থেকে তালা মেরে সে খাবার আনতে গিয়েছিলো।
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পরে ঘরের দরজা খুলে রুমের ভিতর প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন ফাতেমার মা, তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুউদ্দিন জানান, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস