খুলনায় বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নগরীর খানজাহান আলী থানাধীন গফ্ফার ফুড বালির ঘাট থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনা খানজাহান আলী থানা পুলিশ নৌ পুলিশকে খবর দিয়েছে। লাশটি পুরুষ না মহিলার তা জানা যায়নি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বিকেলে নদীতে জোয়ারে পানির স্রোতে বস্তাবন্দি লাশ ভেসে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলো। গফ্ফার ফুড বালির ঘাটে রাখা একটি বাশে বেধে যায় ওই বস্তাটি। তখন স্থানীয়রা বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি বের হয়ে দেখতে থেকে পুলিশে খবর দেয়। স্থানীয়রা বাশের সাহায্যে বস্তাটি ঘাটে উঠায়। লাশ থেকে প্রচুর দুর্গন্ধ বের হওয়ার কারণে বস্তাটি খুলতে পারেনি স্থানীয়রা। লাশ উদ্ধারের বিষয়টি নৌ-পুলিশকে জানানো হয়েছে।
স্বাআলো/এস