সাতক্ষীরার কলারোয়ায় হাসান আলী (৫০) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাসান আলী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামের জবেদ আলী সরদারের ছেলে।
হাসান আলীর শ্বশুর কলারোয়ার আজহার আলী জানান, হাসান আলী তার বাড়িতে থেকেই ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার সকালে তিনি ইজিবাইক নিয়ে বের হন এবং এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে তার মরদেহ পাওয়ার খবর দেয়।
বাগেরহাটে নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হাসান আলীর ইজিবাইকটি ভাড়া নিয়ে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এতে তিনি বাধা দেওয়ায় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
স্বাআলো/এস