যশোরের শার্শা উপজেলার গোগা মাঠ পাড়ায় সুমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমানা আক্তারের স্থায়ী ঠিকানা যশোর শহরের শংকরপুর এলাকায়। বছর পাঁচেক আগে শার্শার গোগা বিল পাড়ার আব্দুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। তাদের রয়েছে চার বছর বয়সী এক কন্যা সন্তান। বর্তমানে তারা গোগা মাঠ পাড়ার পোলট্রি ফার্ম মোড় এলাকায় বসবাস করছিলেন।
সুমানার স্বজনদের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসীর একাংশের অভিযোগ, এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড হতে পারে।
শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।
চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, গলায় রশির দাগ থাকলেও প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
এ ঘটনায় শংকরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
স্বাআলো/এস