মাগুরা শহরে ভজন কুমার গুহ (৫৫) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে রক্তমাখা ছুরিসহ মোহাম্মদ আবির (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
নিহত ভজন কুমার ওই এলাকার মৃত সন্তোষ কুমার গুহের ছেলে। তিনি স্থানীয় জামরুল তলা বাজারে কলার ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ভজন কুমারের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং তাৎক্ষণিক তল্লাশি অভিযান শুরু করে। এসময় পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে মোহাম্মদ আবিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পুলিশ জানায়, তার কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে এবং তার হাতে রক্তের দাগ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আটক আবির ওই এলাকার মৃত হান্নান বিশ্বাসের ছেলে। পুলিশ ভ্যানে তোলার সময় তাকে উত্তেজিত অবস্থায় অকথ্য গালাগালি করতে দেখা যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আটক আবিরকে জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিহত ভজনের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্বাআলো/এস