যশোরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

নিজস্ব ডেস্ক: যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে জামসেদ মুন্সী (৫০) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলার নওয়াপাড়া হাইস্কুল মাঠ সংলগ্ন রেল লাইনে।

নিহত জামসেদ মুন্সী নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মৃত গোলাম আকবর মুন্সীর ছেলে। তিনি নওয়াপাড়া মহিলা কলেজ রোড এলাকায় ব্যাংকার রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। নওয়াপাড়া প্রফেসরপাড়া মোড়ে তার একটি মুদি দোকান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ছেলে সাইদ মুন্সীকে দোকানে রেখে নওয়াপাড়া বাজারে বাজার করতে যান নিহত জামসেদ মুন্সী। বাজার থেকে নওয়াপাড়া হাইস্কুল মাঠ হয়ে রেললাইন পার হয়ে বাড়ি ফেরার পথে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি এবং ঘটনাস্থলে তার মত্যু হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় দ্বিখন্ডিত লাশ বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিহত জামসেদ মুন্সীর ছেলে সাঈদ মুন্সী জানান, আমার বাবা কানে একটু কম শুনতেন, একারণে ট্রেন আসার শব্দ শুনতে না পারায় এ ঘটনা ঘটতে পারে।

নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ্বাস বলেন, ট্রেনে কাটা পড়ে জামসেদ মুন্সী নামের একজন নিহত হয়েছে শুনে দেখতে এসেছি তিনি আমার ওয়ার্ডে থাকতেন।

এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এবং জিআরপি পুলিশকে অবহিত করেছি। তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...