খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 19, 2025

ঢাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২)।

শনিবার (১৯ জুলাই) ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের বড় ছেলে তাহমীদ ঈষাদ দীপ্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৮ জুলাই সকালে তার বাবা মোটরসাইকেলযোগে ঢাকার বাড্ডা থেকে মিরপুর যাচ্ছিলেন। পথে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে তিনি এক সড়ক দুর্ঘটনার শিকার হন এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেদিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে টানা ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে শনিবার ভোরে মৃত্যুর কাছে হার মানেন তিনি।

আবুল কালাম আজাদ শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের চাঁন্দুড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo