জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে পাওয়ার ট্রিলার কেড়ে নিলো দোকানে দাঁড়িয়ে থাকা ১০ বছরের শিশু হুসাইনের প্রাণ। চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে আঘাত হানলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩ মে) সদর উপজেলার শুভারঘোষ গ্রামে।
নিহত হুসাইন শুভারঘোপ গ্রামের রমজান শেখের ছেলে। সে শুভারঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।
নিহতের প্রতিবেশী দাদা শহীদ শেখ জানান, হুসাইন শনিবার প্রাইমারি স্কুল সংলগ্ন দোকানে খাবার জন্য কিছু কিনতে দোকানে যায়। সেখানে সে দাঁড়িয়ে ছিলো। এসময় মাঠ থেকে ধানা আনার কাজে ব্যবহৃত এশটি পাওয়ারট্রিলার রাস্তা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দোকানের মধ্যে মধ্যে যায়। দোকানের সামনে থাকা শিশুটির মাথায় থেতলে যায়। ঘটনাস্থলে হয়তো মার মৃত্যু হয়েছে। তারপরও তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শরীফ হাসান ফেরদৌস বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বাআলো/এস