বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে স্বপরিবারে দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক তন্ময় বৈদ্যের বিরুদ্ধে।
শিক্ষকরা বলছেন, শিক্ষক তন্ময় বৈদ্যের আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে শ্রেণিকক্ষে থাকতে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিবার নিয়ে কয়েক বছর ধরে বসবাস করে আসছেন ওই বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক তন্ময় বৈদ্য। ওই শিক্ষকের বাড়ি একই উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে।
তিনি বিদ্যালয়টির পূর্ব পাশের একতলা নতুন ভবনের একটি শ্রেণিকক্ষে কয়েক বছর ধরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। বসবাসরত কক্ষের সঙ্গেই শ্রেণিকক্ষে চলছে পাঠদান। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। বিদ্যালয়ের টেবিল ও বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে তাদের খাবার টেবিল। তাদের বিদ্যুৎ ব্যবহারের বিল পরিশোধ করতে হয় বিদ্যালয়ের।
একাধিক শিক্ষার্থী বলে, ক্লাসরুমে স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করায় আমাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। ক্লাস চলাকালীন রান্না করায় আমাদের চোখ জ্বালাপোড়া করে ও হাঁচি-কাশি হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র বাড়ৈ বলেন, শিক্ষক তন্ময় বৈদ্যের আবেদনের পরিপ্রেক্ষিতেই তাকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে থাকতে দেয়া হয়েছে। ম্যানেজিং কমিটি বিষয়টি ভালো জানে।
অভিযুক্ত শিক্ষক তন্ময় বৈদ্যের কাছে এ বিষয়ে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, শ্রেণিকক্ষ দখল করে থাকার সুযোগ নেই। শিক্ষক শ্রেণিকক্ষ দখল করে থাকার বিষয়টি জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।
স্বাআলো/এস