আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে খুলনা ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে যুবক
মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামে বুধবার (২২ মে) স্থানীয় সাগর শেখ গ্রুপ ও হেদায়েত শেখ গ্রুপে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে এবং ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ৩, আহত অর্ধশত
প্রত্যক্ষদর্শীরা ও সংঘর্ষে আহতরা জানায়, স্থানীয় বড়ঘাট এলাকায় একটি চায়ের দোকানে হেদায়েত শেখের লোকজন বসা ছিলো। এ সময় পূর্ব বিরোধের জের ধরে সাগর শেখের লোকজন এসে ধাওয়া দেয়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষ চলাকালে ওই গ্রামের কয়েকটি স্থানে হামলা-পাল্টা হামলা হয় এবং ৫/৭টি বসতবাড়িতে ভাঙচুর করাসহ লুট হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫/২০ জন আহত হন।। আহতদের মধ্যে মিন্নি (৩০), দিনু (২৭), সাহেদ মোল্লা (৫৫), সোহেল শেখ (৩৫), টুটুল ফকির (২৫), হাফিজুর (৪০) ও দুলালকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলম বুধবার বিকেলে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। আর মারামারির ঘটনায় কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি।
স্বাআলো/এস