এনজিওটির বলিহারি সাহস

বিষয়টি উদ্বেগজনক বটে। বিভিন্ন স্থানে এনজিওর নামে ফটকাবাজির ব্যবসা শুরু হয়েছে। এতদিন শোনা গেছে ফটকাবাজরা সাধারণ মানুষকে নানা রকম প্রলোভনে ভুলিয়ে লাখ লাখ কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিচ্ছে। এ দিকে এসব নিরীহ মানুষের হা-হুতাশ করা ছাড়া কিছুই থাকছে না।

এবার সরকারি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তাও দু-একটি টাকা নয়, দুই কোটি টাকা। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় যশোরে সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি বাস্তবায়নে সরকারি এ প্রকল্প বাস্তবায়নে যশোরের একটি এনজিও এই টাকা হাতিয়ে নিয়েছে। এ প্রকল্পের স্কুলগুলোর বাড়ি মলিকরদের ভাড়া, শিক্ষক-সুপাইভাইজারদের বেতন না দিয়ে ও শিক্ষার্থীদের নিম্নমানের পেশাক দিয়ে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। এতে সরকারি তহবিল থেকে দুই কোটি টাকাতো গেছে তারপর বাড়ি মালিক, শিক্ষক-সুপারভাইজররা বেতন পানি। বাড়ি ভাড়া করা ছিল ৪৬০টি, ৪৬০ জন শিক্ষক ও ৫৬ জন শিক্ষক সুপারভাইজার রয়েছেন। বিভিন্ন কাজে আরো জনবল আছে যারা কেউ টাকা পাননি।

এদিকে প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গেছে। দারিদ্র্য পীড়িত মানুষ যখন আয়-উপার্জনের কোনো আশার বাণী শোনে তখন স্বাভাবিক কারণে তারা যেনো বাঁচার পথ পায়। এ কারণে এনজিও অথবা এ ধরনের কোনো সংস্থা যখন অফিস হাকিয়ে দৃষ্টি নন্দন আনাগোনা শুরু করে তখন সহজ সরল মানুষ তাদের প্রতি ঝোঁকে। এমনই আশায় প্রকল্পে চাকরি নিয়েছিলেন সুপারভাইজরও শিক্ষকরা। বাড়ি ভাড়া দিয়েছিলেন মালিকরা। এভাবে কত মানুষ যে পথে বসছে তার কোনো ইয়ত্তা নেই। এনজিওর ফটকাবাজি কারবার দেখেছে এ দেশের মানুষ। দেশ নিশ্চয় আইনের গন্ডিতে আবদ্ধ। কোনো কিছুই আইনের বাইরে চলতে পারে না। যে ফটকাবাজি সংস্থার কথা আজ মিডিয়ায় আসছে সেগুলো আইনের বাইরের কোনো সংস্থা নয়। কিন্তু তাদের ব্যাপারে সেই আইন কেনো প্রয়োগ হচ্ছে না এটা সবার প্রশ্ন।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...