জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় নিখোঁজের একদিন পর রজব আলী (৫০) নামের এক কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত রজব আলী একই উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের বেজের আলীর ছেলে। তিনি কবিরাজি পেশায় যুক্ত ছিলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হয়।
কালীগঞ্জে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, শনিবার সকালে গ্রামের চাষীরা মাঠে কাজ করতে যাওয়ার পথে যুগিরহুদা-ভান্ডারদহ সড়কের পাশে ঝোড়ের ভেতর এক ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয় পদ্মবিলা ইউপি সদস্য ওমর ফারুক সুমন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রজব আলী। পরিবারের সদস্যরা অনেক খোঁজ করেও তাকে পায়নি। অবশেষে শনিবার পাশের যুগিরহুদা গ্রামের মাঠে তার গলাকাটা লাশ পাওয়া গেছে।
তিনি আরো জানান, নিহত রজব আলী কৃষি কাজের পাশাপাশি কবিরাজি করতেন। তার দুই ছেলে প্রবাসে থাকেন। তার সাথে কারো তেমন শক্রতাও নেয়।
ঝিনাইদহে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
এ ঘটনায় পুলিশ সুপার (এসপি) ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন ও চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে রজব আলী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
স্বাআলো/এস