রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলাকালে নিহত শামীম মিয়া যুবদল কর্মী না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শামীম এক চিকিৎসকের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নিহতের পিতা ইউসুফ মিয়ার বরাতে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য জানান।
যুবদল নেতা শামীমের শরীরে আঘাতের চিহ্ন নেই, মৃত্যু হৃদরোগে
তিনি বলেন, শনিবার বিকেলে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের আক্রমণ চলাকালে শামীম পুলিশ হাসপাতালের সামনের পথ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি স্ট্রোক করে রাস্তায় পড়ে যান। তখন বিএনপির নেতাকর্মীদের পদতলে পিষ্ট হয়ে তিনি রাস্তায় পড়ে থাকেন। সেখান থেকে কয়েকজন তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক রেজাউল হায়দার বলেন, নিহত যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাআলো/এসএস