বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না: পড়শী

বিনোদন ডেস্ক: গান দিয়েই সংগীত ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পড়শী। তবে গানের চেয়ে এখন অভিনয়েই বেশি সরব তিনি। গেল দুই বছরে গানের চেয়ে নাটকেই বেশি দেখা গেছে তাকে। এর বাইরে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন পড়শী।

২০১৬ সালে শাকিব খানের সঙ্গে মেন্টাল সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন এই গায়িকা। এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি তার। কিন্তু ভবিষ্যতে আর কোনো সিনেমায় পড়শীকে দেখা যাবে কি না, সে প্রশ্ন উঁকি মারে ভক্তদের মনে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে পড়শী জানান, ছোট পর্দায় দেখা গেলেও বড় পর্দায় একেবারেই দেখা যাবে না তাকে। সিনেমায় কাজ করার আগ্রহ একদমই নেই। অভিনয়টা শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান পড়শী।

গায়িকা বলেন, নাটক পর্যন্ত ঠিক আছে। কারণ, নাটকের ক্ষেত্রে তিন-চার দিনের কাজের সেই সময়টুকু আমার পক্ষে দেয়া সম্ভব। আমি মনে করি যে, এই তিন-চার দিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন। এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন না।

চলচ্চিত্রে কাজের প্রসঙ্গে পড়শী বলেন, আমি যে কয়েকটি কাজ করেছি, পুরোটাই পছন্দের জায়গা থেকে। যেহেতু আমি পেশাদার না, সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাবো না।

ছোট পর্দায় কাজ করার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার প্রথম নাটকের কাজটা বেশ জটিল ছিলো। আমাকে একরকম ঘাড় ধরেই নাটকটিতে কাজ করানো হয়েছিলো। আমি একদমই করতে চাইনি, কারণ আমি বেশ ভয় পাচ্ছিলাম।

গানের পাশাপাশি যখন অভিনয়টা করছি, সেক্ষেত্রে আলাদা একটি এক্সাইটমেন্ট কাজ করে। ভালোলাগার এক্সাইটমেন্ট, ভয় সবকিছুই। অভিনয়ের ব্যাপারটা পুরোটাই শখের বশে করা, তাছাড়া কিছু না। প্রফেশনালি আমি একজন গায়িকা, তাই গান নিয়েই থাকা হয়।

প্রসঙ্গত, গত ১ জুন মুক্তি পেয়েছে পড়শীর নতুন গান ‘ভালোবাসা বলে কি তারে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেন রেজওয়ান শেখ।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার।...

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের...

উষ্ণভাব আরো দুই-তিন দিন, বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ

কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে...

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...