জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলায় শেওলা ভর্তি আলমসাদু উল্টে চালক আবু মুসা (২২) নিহত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সদর উপজেলার মাছখোলা ব্রিজের উপর ওঠার সময় এই দুঘর্টনা ঘটে।
নিহত আলমসাধু চালক আবু মুসা সাতক্ষীরার আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
আবু মুসার প্রতিবেশী রিপন হোসেন জানান, আলমসাধু চালক আবু মুসা বিকালে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের পাশ থেকে আলমসাধুতে শেওলা ভর্তি করে সদর উপজেলার পারমাছখোলা গ্রামে একজনের ঘেরে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে বিকাল ৫টার দিকে বেতনা নদীর উপর নির্মিত মাছখোলা ব্রিজের উপর উঠার সময় হঠাৎ করে আলমসাধু উল্টে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আবু মুসা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্বাআলো/এস