মণিরামপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

যশোরের মণিরামপুরে মাছ বহনকারি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এসময় আরো তিনজন গুরুত্বর আহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) উপজেলার সুন্দলপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ মণিরামপুরের মুন্সিখানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মাছ বহনকারি পিকআপ ভ্যানটি যশোরমুখী যাচ্ছিলেন। এসময় সুন্দলপুর বাজার স্কুল মোড়ে ইজিবাইক নিয়ে দাড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় পিকআপ ভ্যানে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) এবং অপর অজ্ঞাত এক ব্যক্তি গুরুত্বর আহত হন।

অপর আহতরা হলেন, বিল্লাল হোসেনের বাড়ি একই উপজেলার বাঙ্গালিপুর গ্রামে। এছাড়া, আহত আব্দুর রহমান সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় বাড়ি বলে হাসপাতালসূত্রে জানা গেছে। তবে, অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি

স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে মণিরামপুর হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের টিএইচএ ডাঃ তন্ময় কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদের মৃত্যু ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিসের ষ্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হেসেন ও মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

নতুন শিক্ষাবর্ষে বই সংকটে শিক্ষার্থীরা, ক্লাস চলছে পিডিএফে

নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে ১ জানুয়ারি, তবে শিক্ষার্থীদের হাতে...

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের...

রুপান্তর আস্থা প্রকল্পের যুব উৎসব উদযাপিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: রুপান্তর আস্থা প্রকল্পের ‘সুশাসন চর্চায় যুব...

শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কার নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন...