বাগেরহাটে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই, গ্রেফতার ৩

আজাদুল হক, বাগেরহাট: জেলায় ভ্যান চালক প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতারকৃতরা হলো, বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ইউসুফ মল্লিক (৩৬), একই উপজেলার চিংগুড়িয়া এলাকার শামসুল হক মুন্সি (২৬) ও কুলিয়া গ্রামের গোলাম ফারুক চাঁদ (২৪)।

এদের মধ্যে ইউসুফ মল্লিককে ঢাকার মিরপুর থেকে এবং শামসুল হক মুন্সিকে চিতলমারী থেকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেয়া তথ্য মতে গোলাম ফারুক চাঁদের বাড়ি থেকে ছিনিয়ে নেয়া ভ্যানটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই বাগেরহাট জেলা কার্যালয়ের পুলিশ সুপার আবদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, মূলত প্রল্লাদ দাস ভোলার ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে পিবিআইয়ের ছায়া তদন্তে পাওয়া গেছে।

পিবিআই বাগেরহাট কার্যালয়ের পুলিশ পরিদর্শক (এডমিন) এম এম মিজানুর রহমান বলেন, অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় প্রহল্লাদের স্ত্রী ১ ডিসেম্বর বাগেরহাটের কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে, নিখোঁজের পাঁচদিন পর হয়রত খান জাহানের (রঃ.) মাজার দীঘিতে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে লাশাটি ওই ভ্যান চালকের বলে শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় ৫ ডিসেম্বর বাগেরহাট সদর মডেল থানায় নিহতের ভাই সঞ্জিত দাস বাদী হয়ে অজ্ঞাতদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ম্যধমে হত্যাকাণ্ডে জড়িত প্রথমে একজনকে শনাক্ত করে। অভিযান চালিয়ে বুধবার রাতে ঢাকার মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত অপর দুইজনকে বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি জড়িত দুই ছিনতাইকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত প্রহলাদের ভ্যানটিও উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবদে গ্রেফতার ইউসুফ ও শামসুল জানায় তারা ভ্যানটি ছিনতাইয়ের জন্য ৩০ নভেম্বর কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে বাগেরহাট যাবে বলে ভাড়া করে। পথে চালক প্রহল্লাদের সাথে সক্ষ্যতা গড়ে। এক পর্যায়ে মাজার মোড়ে এসে চেতনানাশক ওষুধ মেশানো জুস কৌশলে তাকে খাইয়ে দেয়। পরে তাকে নিয়ে মাজারের দীঘি পাড়ে ঘুরতে থাকে। দীঘির পূর্ব পাশ দিয়ে যাবার সময় ঘুম ঘুম পেতে থাকলে প্রহল্লাদ অচেতন হয়ে পাড়ে। এ সময় ভ্যান চালক প্রহল্লাদের পকেটে থেকে মোবাইল ফোন ও ৭০ টাকা নিয়ে তাকে দীঘিতে ফেলে দিয়ে তার ভ্যান নিয়ে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...