ঢাকা অফিস: পরিকল্পিতভাবে কাজ করেছি বলেই দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় রফতানি ট্রফি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি, পরিবর্তনও ছিলো না। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর দেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছে।
এ সময় রফতানির জন্য নতুন পণ্য ও বাজার খোঁজার আহবান জানান শেখ হাসিনা। তিনি বলেন, কোনো একটা পণ্যের ওপর নির্ভরশীল হওয়া যাবে না। রাজনৈতিক নয়, এখনকার কূটনীতি হবে অর্থনৈতিক।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার কারণেই দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। আওয়ামী লীগ বেসরকারি খাত উন্মুক্ত করেছে বলেই দেশের অর্থনীতি এগিয়েছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।
এর আগে, রফতানি খাতে অবদানের জন্য ৭৭টি প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় রফতানি ট্রফি’ তুলে দেন শেখ হাসিনা।
এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফিও তুলে দেন তিনি।
স্বাআলো/এস/বি