Uncategorized

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের

| October 25, 2023

ঝিনাইদহে মোটর ঘরে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (২৫ অক্টোবর) কালীগঞ্জে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম মনোহরপুর এলাকার বাসিন্দা।

জমি নিয়ে বিরোধ, মামলা করায় বাড়ি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

স্থানীয়রা জানায়, আব্দুর রহিম একজন দরিদ্র মানুষ। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন। পাশাপাশি পরের দেয়া সামান্য কিছু জমি চাষ করেন। সম্প্রতি তার বাড়ি থেকে ভ্যানটি চুরি হয়ে যায়। বুধবার বেলা ১১টার দিকে তিনি মাঠে ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যান। এ সময় মাঠের একটি মোটর ঘরে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের অন্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply