আজাদুল হক, বাগেরহাট: আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে ব্যাপক আয়োজনে এবং মধ্যহ্নভোজের মধ্য দিয়ে বাগেরহাট সদর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
চলমান ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে বিজয়ী বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা রবিবার (২ জুন) উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্পন্ন হয়।
সদর উপজেলা পরিষদে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিনের আমন্ত্রণে পরিষদের প্রথম সভা পরবর্তী মধ্যহ্নভোজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সহকারী এইচএম শাহীন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এমএ মতিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান-মেম্বরবৃন্দ ও বাগেরহাট পৌরসভার কাউন্সিলরগণ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।
স্বাআলো/এস