নিজস্ব প্রতিবেদক: যশোরে পাট ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ জুন) সদর উপজেলার চাঁচড়া সাড়াপোল গ্রামের পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
যশোরে চোরাই মোবাইলসহ চক্রের ২ সদস্য আটক
স্থানীয়রা জানায়, দুপুর থেকে ওই এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ আসতে থাকে। প্রথমে তারা ভেবেছিলেন কোনো প্রাণী হয়তো মারা গেছে। পরবর্তীতে তারা সেখানে যেয়ে দেখে এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে আছে। পরে তারা পুলিশকে খবর দেয়।
কোতোয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম সেখানে গিয়েছে। বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশের উপরের অংশ পচে গেছে। এছাড়া সর্বশরীর ফোলা। এদিকে, পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
স্বাআলো/এস